খেলাধুলা

মাহমুদউল্লাহর বিদায় : বৃষ্টিতে খেলা বন্ধ

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। তবে বৃষ্টির ঠিক আগ মুহূর্তে ফিলিন্ডারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে নিজের ক্যারিয়ারের ১২তম অর্ধশত পূরণ করেন টাইগার এই ব্যাটসম্যান।এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। সফরকারী দক্ষিণ আফ্রিকার চেয়ে ৬৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।এর আগে মাহমুদউল্লাহর সাথে ৮৯ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডিন এলগারের বলে সুইপ করতে যেয়ে ৫৭ রানে বোল্ড হয়েছেন টাইগার এই ওপেনার। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দেখেশুনেই ব্যাট করছে টাইগার দুই ওপেনার তামিম-ইমরুল। কিন্তু ভন জিলের লেগস্ট্যাম্পের বাইরের বলে টাইমিং মিস করে ২৬ রানে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন ইমরুল কায়েস। এরপর সিমন হার্মারের বলে দায়িত্বজ্ঞানহীন শটে ৬ রানে ফিরে গেছেন স্বাগতিকদের টেস্ট ভারসা মুমিনুল হক।এর আগে মঙ্গলবার মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের বোলিং তোপে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ একটু এলোমেলো থাকলেও দ্বিতীয় সেশন থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে টাইগার বোলাররা। ২৪৮ রানেই গুটিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার মত শক্তিধর দলকে। বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া জুবায়ের হোসেন পান ৩টি উইকেট।এমআর/আরআই

Advertisement