বিনোদন

পরিচালক সমিতির সদস্য পদ পেলেন বুলবুল বিশ্বাস

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পূর্ণাঙ্গ সদস্য পদ পেলেন ‘রাজনীতি’ সিনেমার নির্মতা বুলবুল বিশ্বাস। রোববার পরিচালক সমিতি থেকে পরিচয় পত্র গ্রহন করেছেন তিনি। কার্ডটি হাতে পেয়ে অনেক খুশি তিনি। নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে লিখেছেন,‘অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি-র পূর্ণাঙ্গ সদস্যপদ পেলাম। তাও আবার ডিজিটাল(স্মার্ট কার্ড) এবার তাহলে আবার সিনেমা বানানো শুরু করা যায়!’

Advertisement

জাগো নিউজের কাছেন নিজের অনুভূতি প্রকাশ করে বুলবুল বিশ্বাস বলেন,‘ আমার একটা লিখিত পরিচয় হলো। যে পরিচয়টি পাওয়ার জন্য এতো ত্যাগ। কার্ডটি হাতে পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। কয়েক মাস আগেই পরিচালক সমিতির চিঠি পেয়েছিলাম। গতকাল (রোববার) পরিচয় পত্রটি পেয়েছি।’

এই নির্মাতা আরও বলেন,‘‘নতুন কোনো নির্মাতা ছবি নির্মাণ করলে। ছবিটি সেন্সর পাওয়ার পরে সে পরিচালক সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারে। আমি ‘রাজনীতি’ ছবিটির সেন্সর পাওয়ার পরে আবেদন করেছিলাম। অবশেষে কাঙ্খিত পরিচয় পত্রটি মিললো। আমি পরিচালক সমিতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

২০১৭ সালের জুন মাসে ঈদের ছবি হিসেবে মুক্তি পায় বুলবুল বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। দর্শক নন্দিত হয় চলচ্চিত্রটি। বর্তমানে নতুন ছবি নির্মাণের প্রস্তুাতি নিচ্ছেন এই নির্মাতা।

Advertisement

এমএবি/এলএ/এমএস