সরকারের ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ শীর্ষক প্রকল্পের আওতায় (আজ) বুধবার মাগুরায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে পাট অধিদফতর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ফরিদপুর অঞ্চল এ কর্মশালার আয়োজন করে। বুধবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, পাট অধিদফতরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহাদাত হোসেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।দিনব্যাপি এ কর্মশালায় মাগুরার ২শ কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টিসহ পাট চাষ পদ্ধতি, রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।মো. আরাফাত হোসেন/এসএস/আরআইপি
Advertisement