এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা এবং কর্মস্থলে ফিরে আসা অতীতের যে কোন সময়ের চেয়ে ছিল অধিক স্বস্তির। দেশের সড়ক-মহাসড়ক যানজটের কারণ হয়নি। বুধবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মনিটরিং কমিটির সভায় সড়ক পরবিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।মন্ত্রী বলেন, এবার ঈদে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা আগে থেকেই কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করি। বৃষ্টি বিঘ্নিত যাত্রা আরামদায়ক ও স্বস্তিকর করতে আমাদের প্রচেষ্টায় কোন ঘাটতি ছিল না। তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী যে সকল প্রকৌশলী ভাল কাজ করেছে, দক্ষতার পরিচয় দিয়েছেন তাদের পুরস্কৃত করা হবে। আর ব্যর্থতার জন্য ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের মূল্যায়নের মধ্যদিয়ে কর্মের স্বীকৃতি তথা পুরস্কার ও তিরস্কার নির্ধারিত হবে। সভায় মন্ত্রণালয়ের বিশদ উন্নয়ন চিত্রও তুলে ধরেন তিনি।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সওজ’র প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।আরএম/এসআইএস/এমএস
Advertisement