রাজনীতি

নির্বাচন হবে, তবে অপেক্ষা করতে হবে : সুরঞ্জিত

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে ফোরাম ফর পিপলস ভয়েস আলোজিত ‘‘সাংবিধানিক সংস্কার: গণতন্ত্র ও সুশাসন’’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, নির্বাচন অবশ্যই হবে। সংবিধান অনুযায়ী হবে। তবে অপেক্ষা করতে হবে। কারণ রাজনীতিতে ভুল করলে মাশুল দিতে হয়। নির্বাচনে ‍অংশ না নিয়ে বিএনপি যে রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছে তার জন্য ‍তাদের মাশুল দিতে হবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। কোন গায়েবি বা সামরিক ফরমানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন বিষয়ে বিএনপির হতাশ হওয়ার কিছু নাই।সংবিধানের ষোড়শ সংশোধনী প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৯৭২ সালের সংবিধানে যা ছিল তাই কেবল ফিরিয়ে আনা হয়েছে। ‘বিভিন্ন সামরিক ফরমান বলে সংবিধানে এ বিষয়ে যা সংযোজন এবং বিয়োজন করা হয়েছিল তা বাতিল করা হয়েছে মাত্র। বিচারপতিদের অভিসংশন ক্ষমতা কখনো সংসদের হাতে ছিল না। এখনও এ ক্ষমতা নেই এবং ভবিষ্যতেও থাকবে না। সংসদ শুধুমাত্র একজনকে অভিসংশন করতে পারেন। তিনি হলেন রাষ্ট্রপতি। বিচারপতি নিয়োগ এবং অপসারণে সংসদ কিছুই করে না। কেননা রাষ্ট্রপতি তাদের নিয়োগ দান করে এবং তিনিই আবার তাদের অপসারণ করেন।

Advertisement