একুশে বইমেলা

বইমেলায় ‘যে আগুন পুড়িয়েছিল কচি সবুজ ক্ষেত’

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে রেদওয়ান জ্যোতির প্রথম উপন্যাস ‘যে আগুন পুড়িয়েছিল কচি সবুজ ক্ষেত’। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে চৈতন্যের ৬০৪ ও ৬০৫ নম্বর স্টলে।

Advertisement

উপন্যাসটিতে একজন একাত্তরের শিশুর উত্তর প্রজন্মের বাঁচার লড়াই চিত্রিত হয়েছে পরম মমতায়। কতটুকু ছাড় দিলে মসৃণ হয় পথ, এই প্রশ্নের জবাব মিলবে এখানেই। জীবনের যুদ্ধক্ষেত্রে কেউ কেউ বিজয়ী হয়, কেউ কেউ বিজেতা। এই যুদ্ধটা করার কৌশল নিজেকেই বের করে নিতে হয়, কেউ কারও লড়াইটা করে দেয় না। যার স্বপ্নটা সব আঘাত সহ্য করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তার স্বপ্নটাই জয়ী হয় অবশেষে।

নিজের উপন্যাস সম্পর্কে লেখক রেদওয়ান জ্যোতি বলেন, অল্প পরিসরে সমাজের অনেক চালচিত্র তুলে ধরেছি বা ধরার চেষ্টা করেছি বলা যায়। আশা করছি উপন্যাসটি পাঠকের হৃদয়কে আলুলায়িত করবে। সবাইকে বইটি পড়ে দেখার অনুরোধ।

এসএইচএস/আরআইপি

Advertisement