একুশে বইমেলা

দর্শনার্থীদের ঢল, বিকিকিনিও চলছে বেশ

অমর একুশে গ্রন্থমেলার দিন যত যাচ্ছে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়ছে। এখন যৌবন পার করছে গ্রন্থমেলা। দর্শনার্থীদের ভিড়ে বিকিকিনিও চলছে বেশ। খুশি প্রকাশকরাও।

Advertisement

শনিবার মেলায় ঘুরে দেখা যায়, মেলায় ব্যাপক দর্শনার্থী উপস্থিত হয়েছে। তারা ঘুরে ঘুরে দেখছে নতুন সব বই। পছন্দ হলেই কিনে নিচ্ছে। রাজধানীর পান্থপথ থেকে আসা আসমা আক্তার বলেন, মেলাকে অনেকটা সতেজ মনে হচ্ছে। দেখে খুব ভালো লাগছে। বেশ কিছু বই কিনেছি। আরও কিনব।

অন্য প্রকাশের মিডিয়া বিভাগে নিয়োজিত আলাউদ্দিন টিপু বলেন, বেচাকিনা খুব ভালো যাচ্ছে আজ। পাঠকরা এখনও আমাদের স্টলে আসে শুধু হুমায়ুন আহমেদের বই কিনতে। তারা নাম নিয়েই আসছে। আর কিনে নিচ্ছে প্রিয় লেখকের সব বই।

কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী নাসির উদ্দিন সেলিম বলেন, বেচাকিনা সন্তোষজনক। এভাবে শেষ পর্যন্ত চলবে বলে আশা রাখছি।

Advertisement

ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী নাজনীন আক্তার বলেন, দল বেঁধে বান্ধবীরা মেলায় এসেছি। বেশ কয়েকটি বইও কিনেছি। আরও কিনব।

এমএইচ/এএসএস/জেএইচ/জেআইএম