দেশজুড়ে

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে টঙ্গী কলেজ গেইট এলাকায় বাসচাপায় ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম মো. জাকির হোসেন (১৭)। তিনি নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে।টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ চালক ও বাসকে আটক  করেছে।অপরদিকে গাজীপুরের কালিয়াকৈরে দুটি বাস এবং একটি সিএনজিচালিত আটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে কালিয়াকৈরে উপজেলার নিচিন্তপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তি স্কাইলাইন পরিবহনের চালক বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস ও চন্দ্রাগামী স্কাইলাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে স্কাইলাইন পরিবহনের চালক নিহত হয়। সংঘর্ষে দুই বাসের ও সিএনজিচালিত অটোরিকশার অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।  কোনাবাড়ি হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর

Advertisement