আন্তর্জাতিক

বেইজিংয়ে জনসংখ্যা কমাতে নতুন পদক্ষেপ

চীনের রাজধানী বেইজিংয়ে বসবাসকারী লোকজনের পরিমাণ কমিয়ে আনতে নতুন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে দেশটির সরকার। বেইজিংয়ের মেয়র জানিয়েছেন,  চলতি বছরের শেষ দিকে রাজধানীতে বসবাসকারী লোকজনের পরিমাণ দুই কোটি ১০ লাখে নামিয়ে আনা হবে। পিটিআই’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং পরিবেশগত সমস্যাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। শুধুমাত্র বেইজিংয়েই গত বছর থেকে দুই কোটি ১৫ লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস করছে। অপরদিকে, এক কোটি ২৮ লাখ লোক দেশটির ছয়টি শহরে বসবাস করছে।রাজধানীতে লোকজনের চাপ কমাতে বেইজিংয়ের পাশে একটি স্যাটেলাইট শহর তৈরি করা হবে বলে গত ১২ জুলাই চীন সরকার ঘোষণা দিয়েছে।বেইজিং উন্নয়ন পরিকল্পনা কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের মধ্যে রাজধানীতে ২ কোটি ৩০ লাখ লোক বসবাস করবে। এছাড়া শহরে বসবাসকারী লোকজনের পরিমাণ ২০১৪ সালের চেয়ে ১৫ ভাগ কমিয়ে আনা হবে।এসআইএস/এমএস

Advertisement