অকল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের পর বদলে গেছে অনেক কিছু। রেকর্ড বুকে যোগ হয়েছে নতুন অনেক রেকর্ড। রান তাড়ার বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লিখিয়েছেন মার্টিন গাপটিল। পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এমন ম্যাচে ছক্কার রেকর্ডও হয়েছে যৌথভাবে।
Advertisement
তবে এ সবকিছু ছাপিয়ে আলোচনায় মার্ক চ্যাপম্যানের আউট। নিউজিল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। বল করছিলেন অস্ট্রেলিয়ান পেসার বিলি স্ট্যানলকে। ওভারের শেষ বল, বাউন্সারটা গিয়ে আঘাত হানে চ্যাপম্যানের হেলমেটে। ওই পর্যন্ত স্বাভাবিকই ছিল। এমন ঘটনা তো কতোই ঘটে।
কিন্তু এরপর যা ঘটল সেটা স্বাভাবিক নয়। বলের আঘাতে চ্যাপম্যানের হেলমেট মাথা থেকে খুলে গেল। সেটা গিয়ে পড়ল আবার উইকেটের উপর। উইকেট ভেঙেও গেল সহজে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হিট উইকেটের আবেদন নিয়ে এগিয়ে এলেন। আম্পায়ারও সম্মতি জানালেন, অর্থাৎ আউট চ্যাপম্যান!
এমআর/এমএস
Advertisement