ধর্ম

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দানের ফজিলত ও উপমা

আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দানে রয়েছে ফজিলত। দান যত গোপনে হবে ততই কল্যাণ। আর দানের ফজিলত লাভের নিয়তের পরিশুদ্ধতা অত্যাধিক। আল্লাহ তাআলা পূর্ববর্তী আয়াতে দানের বিনিময় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা করেছেন।

Advertisement

শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি-খুশির জন্য যে দান করা হয় তাতে রয়েছে মহা ফজিলত। যা উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনে পাকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কুরআনে পাকে সে সম্পর্কে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেন-

আয়াতের অনুবাদ

আয়াত পরিচিতি ও নাজিলের কারণসুরা বাকারার ২৬৫নং আয়াতে আল্লাহ তাআলার রাস্তায় দান করার বিষয়ে দুটি কথা বলেছেন একটি হলো তাঁকে সন্তুষ্ট করার জন্য দান করা। আর দ্বিতীয়টি হলো নিজেদের হৃদয়কে সুদৃঢ় করার জন্য দান করা। যারা এ দুটি উপায়ে দান করবে তাদের সম্পদের বরকত ও ফজিলতের উদাহরণ তুলে ধরেছেন এ আয়াতে কারিমায়।

Advertisement

এ আয়াতে আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহর পথে যারা দান করে তাদের শুভ পরিণতির কথা বর্ণনা করেছেন। যারা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেদের ধন-সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত এমন একটি বাগানের ন্যায়; যে বাগানটি উঁচু ও উৎকৃষ্ট ভূমিতে অবস্থিত।

তার ওপর মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে বাগানের মালিক দ্বিগুণ ফল লাভ করে। আর যদি মুষলধানে বৃষ্টিপাত নাও হয়; বা হালকা বৃষ্টি হয় বা শিশির বিন্দুর কারণেও বাগানের মালিক ফল লাভ করে।

যখন কোনো মানুষ ইখলাস বা আন্তরিকতা নিয়ে তথা এক আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দান করে তবে কেয়ামতের দিন অবশ্যই সে তার ফল ভোগ করবে। আল্লাহ তাআলা কুরআনের অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন যে ‘নিশ্চয় আল্লাহ নেককারদের বিনিময় বিনষ্ট করেন না।’

আল্লাহ তাআলা তাঁর বান্দাদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য যা কিছু নেক কাজ করবে তার বিনিময় আল্লাহর কাছে তোমরা যা পাবে তা হবে উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে উত্তম।’

Advertisement

সুতরাং আল্লাহর পথে দান এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দান কল্যাণকামী মানের একান্ত কর্তব্য। আর আল্লাহর রাহে দান করার মাধ্যমে মানুষ মনের রোগ হতে মুক্ত থাকে। মনের পবিত্রতা অর্জন করে থাকে। এ কারণে আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন-

‘(হে রাসুল!) আপনি মুসলমানদের (ধন-সম্পদ) থেকে সাদকা গ্রহণ করুন; এ সাদকা তাদেরকে পবিত্র করবে; তাদের আধ্যাত্মিক উন্নতি বিধান করবে এবং আপনি তাদের জন্য রহমেতর দোয়া করুন। নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য শান্তি ও সান্ত্বনার কারণ হবে।’

পড়ুন- সুরা বাকারার ২৬৪ নং আয়াত

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজেদের হৃদয়-মনকে পবিত্র ও শক্তিশালী করার জন্য দান করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস