দেশজুড়ে

হত্যাচেষ্টা মামলায় মেয়র নাছিরসহ ১৭ আসামি খালাস

ছাত্রলীগ নেতা হত্যাচেষ্টার মামলায় মেয়র আ জ ম নাছির ও ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারিসহ ১৭ আসামির সকলেই বেকসুর খালাস পেয়েছেন। বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এসএম নূরুল হুদা এ রায় দেন। এর ফলে ২২ বছর আগে দায়ের হওয়া এ মামলার নিষ্পত্তি হলো। জেলা পিপি অ্যাড. আবুল হাশেম জানান, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত সকলকে বেকসুর খালাস দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, হামলা ও মারামারির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে আ জ ম নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান। পরে একজন আসামি মারা যান। এ মামলায় মোট ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে ১৯৯৪ সালে উচ্চ আদালতে রিভিশন মামলা করেন আ জ ম নাছির। ওই সময় থেকে মামলা স্থগিত থাকলেও ২০১৪ সালের ৯ মার্চ হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আবু জাফর সিদ্দিকী রিভিশন মামলাটি নিষ্পত্তি করে আদেশ দেন।  আদেশে মামলার এক থেকে আট নম্বর সাক্ষীকে পুনরায় (রি-কল) জেরা করা এবং মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।নির্দেশনাটি এক বছর পর গত ৩ মার্চ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছায়। এরপর আবারও মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং আবারও আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।  ১৪ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ হয়ে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছে।১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মারামারির ঘটনায় সুফিয়ান মামলাটি দায়ের করেছিলেন।এসআইএস/এমএস

Advertisement