খেলাধুলা

‘নেইমার প্রতিভাধর নয়, সে একটা নষ্ট ছেলে’

‘নেইমার প্রতিভাধর? সে একটা নষ্ট ছেলে।’- ব্রাজিলিয়ান ফুটবলের সেনসেশনকে এভাবেই ধুয়ে দিলেন দলটির সাবেক ফুটবলার ওয়াল্টার কেসাগ্র্যান্ডে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে পিএসজি তারকার আচরণের কড়া সমালোচনা করতে গিয়ে এমন কথা বলেন তিনি।

Advertisement

কেসাগ্র্যান্ডে ব্রাজিলের হয়ে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৮টি। তার মতে, নেইমার প্রতিভাধর নয়, বরং যে কোনো দলের বড় একটা সমস্যা, ‘আমরা অদ্ভূত একজনকে তৈরি করছি। সমস্যা হলো, অনেকে আবার তাকে প্রতিভাধরও মনে করে। তারা বলে তাকে অন্য একটি দলে নিতে হবে, কারণ কাভানির (পিএসজি সতীর্থ) সঙ্গে মানিয়ে চলতে পারছে না। আসলে তার মেসি, ম্যারাডোনা কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো যোগ্যতা নেই, যে কিনা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

নেইমারের মতো একজন খেলোয়াড়কে নিয়ে মাতামাতিটাও পছন্দ নয় ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকারের। এ নিয়ে তিনি বলেন, ‘যখন ভক্ত এবং গণমাধ্যম নেইমারকে পিঠ চাপড়ে দেয়, আমার খুব অস্বস্তি লাগে। দলে সে অনেকবারই অযাচিত আচরণ দেখিয়েছে। (রিয়াল মাদ্রিদের বিপক্ষে) সে প্রথমার্ধেই কার্ড পেয়ে গেল। দ্বিতীয়বার এমন করলে তাকে নিষিদ্ধ হতে হবে। যদি বিশ্বকাপেও এমন ঘটে, তবে তো সেটা ভয়ংকর হবে।’

কেসাগ্র্যান্ডের এমন সমালোচনার জবাবটা কর্কশ ভাষায়ই দিয়েছেন নেইমারের বাবা। নেইমার সিনিয়র সাবেক এই ফুটবলারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানি ফুটবল বিশ্বে অনেকেই আছে শকুনের মতো। মাঝেমধ্যে তারা খেলোয়াড় হিসেবে মাইক্রোফোনের সুবিধাটা নিয়ে থাকে। আমি তাদের খেলোয়াড় বলব না। কারণ মাঠের বাইরে তাদের আচরণ প্রশ্নবিদ্ধ ছিল। এমন লোকজন একটি পরাজয়ের অপেক্ষায় থাকে, শুকুন যেভাবে গলিত লাশের অপেক্ষা করে।’

Advertisement

এমএমআর/আইআই