ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারির মামলায় অনেকটা দিন ধরে ইংল্যান্ড দলের বাইরে আছেন বেন স্টোকস। অবশেষে মামলায় 'নির্দোষ' প্রমাণ হওয়ায় দলে ফেরার রাস্তা তৈরি হয়েছে এই অলরাউন্ডারের। আজ নিউজিল্যান্ডে পা রেখেছেন তিনি, যেখানে ত্রিদেশীয় সিরিজ নিয়ে ব্যস্ত ইংল্যান্ড দল।
Advertisement
অকল্যান্ডে স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে বিমান থেকে নামেন স্টোকস। সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে আন্তর্জাতিক মিডিয়া। এই অলরাউন্ডারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইংলিশ দলের দুই সতীর্থ লিয়াম প্ল্যাংকেট আর ডেভিড উইলি।
দীর্ঘ পাঁচ মাস পর ইংল্যান্ড দলের হয়ে খেলতে নামার সম্ভাবনা দেখা দিয়েছে স্টোকসের। আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই মাঠে নামবেন এই অলরাউন্ডার।
রোববার হ্যামিল্টনে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের রাউন্ড রবিন লিগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। টানা তিন ম্যাচ হেরে ফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেছে দলটির। তারপরও এই টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা নেই স্টোকসের।
Advertisement
এমএমআর/পিআর