আন্তর্জাতিক

বাসে যাতায়াত ‘ফ্রি’ করে দেয়ার চিন্তা জার্মানিতে

বাতাসের শুদ্ধতা ও গুণাগুন বাড়াতে অভিনব এক উদ্যোগ নেয়ার চিন্তা-ভাবনা শুরু হয়েছে জার্মানিতে। মানুষকে গণপরিবহন ব্যবহারে উদ্বুদ্ধ করতে দেশটির অন্তত কয়েকটি শহরে বিনা টিকিটে যাতায়াতের সুযোগ করে দেয়ার কথা বিবেচনা করছে জার্মান সরকার।

Advertisement

অভিনব এ উদ্যোগ সংক্রান্ত একটি চিঠি ইউরোপিয়ান এনভায়রনমেন্ট কমিশনারের কাছে পাঠানো হয়েছে; যেখানে পরিবেশ মন্ত্রী, পরিবহন মন্ত্রী ও ফেডারাল চ্যান্সেলারির সই রয়েছে।

জার্মানি কেন্দ্রীয় সরকার এখন দেশটির রাজ্য সরকার ও মিউনিসিপ্যাল নেতাদের সঙ্গে বসে একটি সিদ্ধান্তে পৌঁছাবে।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট বলছেন, তারা উদ্যোগ নিতে প্রস্তুত। তিনি আরও জানান, বাতাসের শুদ্ধতা বাড়াতে এবং ডিজেলচালিত গাড়িগুলোর ওপর নিষেধাজ্ঞা এড়াতে যা যা করা প্রয়োজন সরকার তা-ই করবে।

Advertisement

তবে এ উদ্যোগ এখনই বাস্তবায়নে রাজি নয় শহর ও স্থানীয় প্রশাসনগুলো। তারা মনে করছেন, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পের অংশ হতে পারে তবে এখনই এটি বাস্তবায়নের কিছু সমস্যা রয়েছে।

তারা যেসব সমস্যা দেখাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- এ ধরনের পদক্ষেপ নেয়া হলে গণপরিবহনের চাহিদা বেড়ে যাবে। এরজন্য আরও পাবলিক ট্রান্সপোর্টের প্রয়োজন হবে। লোকবলের দরকার হবে, এর জন্য অনেক অর্থের দরকার হবে।

সূত্র : ডয়েচে ভেলে।

এনএফ/পিআর

Advertisement