খেলাধুলা

তামিমের প্রতি তামিমের অন্যরকম ভালোবাসা

ক্রিকেটের অনেক বড় ভক্ত সে। মাঠে গিয়ে খেলা দেখতে না পারলেও সুযোগ পেলেই টেলিভিশনে নিয়মিত দেখেন বাংলাদেশের খেলা। তবে এর জন্য প্রায়ই তার মার খেতে হয় বোনের কাছে। বলা হচ্ছিল ক্রিকেটের ক্ষুদেভক্ত তামিমের কথা।

Advertisement

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সময় শেরে বাংলা স্টেডিয়ামের ২ নং গেটের সামনে মার খেয়ে কান্না করছিলেন তামিম। এমন সময় পুলিশের চোখে পরে ছেলেটা। অবশেষে জনসাধারনের অনুরোধে ছেলেটিকে নিয়ে যান তার স্বপ্নের ক্রিকেটার তামিম ইকবালের কাছে।

সব শুনে ক্ষুদে ভক্ত তামিমকে জড়িয়ে ধরেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাকে উপহার হিসেবে দেন নিজের জার্সি। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। ছোট্ট তামিমের বাসায় ফোন করে তাকে আর না মারার জন্য অনুরোধও করেন টাইগার এই তারকা।

এদিকে ত্রিদেশীয় ও টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী শ্রীলঙ্কা।

Advertisement

এমআর/এমএস