তথ্যপ্রযুক্তি

পুরনো বোতলে রিকশা পেইন্ট

রূপালি পর্দার ছোয়া রিকশা পেইন্টে। হারিয়ে যাওয়া এ সংস্কৃতি সংরক্ষণে দেখা মেলে নানা উদ্যোগ। তেমনি এক উদ্যোগের নাম ‘ফিনারী’।

Advertisement

পার্বত্য অঞ্চল বান্দরবান থেকে ঢাকায় এসে ইডেন কলেজে পড়াশোনা করেছেন ড চিং। মধ্যে চাকরির চেষ্টাও করেছিলেন। এখন পুরো উদ্যোক্তা। রাজধানীর নিমতলী থেকে পুরনো বোতল কিনে তাতে রিকশার পেইন্ট করেন। বিক্রি করেন ফেসবুক পেইজে।

২০১৫ সালে শুরু হওয়া তার এ উদ্যোগের বয়স এখন তিন বছর। যার অনলাইন ঠিকানা- www.facebook.com/finerydhaka

ফিনারীর এ নারী উদ্যোক্তা ড চিং বলেন, রিকশা পেইন্টের ভালো লাগা থেকেই আমার এ উদ্যোগ। পানির বোতলের পাশাপাশি আমরা ত্রিপুরা মালা ও মারমা পয়শার মালা বিক্রি করছি। উদ্যোক্তা হাট উপলক্ষে পানির বোতলে ১০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।

Advertisement

রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকবে। হাটের আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।

এবারের হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম

এএ/আরএস/পিআর

Advertisement