একুশে বইমেলা

বইমেলায় ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’

বইমেলায় প্রকাশিত হয়েছে মুহাম্মদ ফরিদ হাসানের প্রথম প্রবন্ধগ্রন্থ ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’। এটি প্রকাশ করেছে দেশজ প্রকাশন। বইটি প্রবন্ধ ও গবেষণা শাখায় ‘দেশজ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭’ পেয়েছে। প্রচ্ছদ করেছেন সাঈফ আলি। পরিবেশন করবে সাহিত্য দেশ। পাওয়া যাবে ১৯৭ নম্বর স্টলে।

Advertisement

বইটিতে ‘সাহিত্যের অনুষঙ্গ’, ‘সমালোচকের দায়বোধ’, ‘কবি কিংবা শব্দ শিকারীর পাঠ’ প্রবন্ধসহ রবীন্দ্রনাথ, নজরুল, প্রভাতকুমার, মুজতবা আলীর ব্যক্তি ও সাহিত্যকর্ম মূল্যায়ন, আন্দোলন, মুক্তিযুদ্ধ, শীত, বর্ষা বিষয়ক প্রবন্ধ যুক্ত করা হয়েছে। এছাড়া বরেণ্য চিত্রকর ভ্যানগগ, সালভাদর দালি, পাবলো পিকাসো ও ফ্রিদা কাহলোকে নিয়ে ৪টি প্রবন্ধ রয়েছে।

মুহাম্মদ ফরিদ হাসান বিভিন্ন দৈনিকে কবিতা, গল্প, প্রবন্ধ, কলাম লিখে থাকেন। এ পর্যন্ত তার শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি সম্পাদনা করছেন গল্পের কাগজ ‘বাঁক’ এবং লিটলম্যাগ ‘মৃত্তিকা।’ লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪ লাভ করেন।

এসইউ/পিআর

Advertisement