অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে অ্যাপেক্স ফুডের শেয়ার দাম

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুডের শেয়ার দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে নোটিশ পাঠানো হয়।

Advertisement

জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারির পর থেকেই অ্যাপেক্স ফুডের শেয়ারের দাম টানা বেড়েছে। ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৩৯ টাকা, যা টানা বেড়ে ১৪ ফেব্রুয়ারি দাঁড়ায় ১৭৩ টাকা । ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৩৮ দশমিক ৯৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৪৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৬৪ শতাংশ শেয়ার।

এমএএস/এমআরএম/আরআইপি

Advertisement