রাজনীতি

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির শীর্ষ নেতারা। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয় বৈঠকটি শুরু হয়েছে।

Advertisement

বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা অাব্বাস, নজরুল ইসলাম খান,আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

বৈঠকে সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবার্ট এর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন জেমস নিকোলসন, রিচার্ড করবেট, ওয়াযিদ খান ও সাজ্জাদ করিম।

এর আগে গতকাল মঙ্গলবার বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। বৈঠকে খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন বিএনপি নেতারা।

Advertisement

সূত্র জানায়, সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকেও বিএনপি চেয়ারপারসনের সাজা ও কারাগারের তার অবস্থা সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া চলমান রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা হতে পারে।

এমএম/জেএইচ/আইআই