বিয়ের কেক। তার দাম আবার ৬ কোটি টাকারে বেশি! চমকে উঠার মতো তথ্য। অবিশ্বাস্য মনে হলেও একেবারেই সত্যি। সম্প্রতি লন্ডনের কেক ডিজাইনার বেবি উইংহাম দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে এমনই একটি ওয়েডিং কেক বানিয়েছেন। যার দাম এক মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৪২ লাখ টাকার সমান।
Advertisement
জন্মদিন বা বিবাহবার্ষিকী, বর্তমানে কেক থাকাটা যেন বাধ্যতামূলক। তাই বলে ৬ কোটি টাকার কেক! যদিও এটিকে দেখে কেক বলে মনে নাও হতে পারে। নববধূর আদলে তৈরি হয়েছে এটি।
১ হাজারেরও বেশি ডিম এবং ২০ কেজি চকোলেট দিয়ে বানানো হয়েছে ২২০ কেজি ওজন ও ৬ ফুট উচ্চতার বিয়ের কেকটি। টানা ১০ দিন ধরে এটিকে বানানো ও সাজিয়ে তোলার কাজ করা হয়েছে। ‘নববধূ’র লেসের ড্রেসটি বানানো হয়েছে ৫০ কেজি ফনডেন্ট দিয়ে।
ড্রেসটিতে বানানো হয়েছে ৫ হাজারের মত ফুল যার ভেতর ব্যবহার করা হয়েছে হাজারেরও বেশি মুক্তা। শুধু কি তাই? কেকটিতে রয়েছে ৫টি তিন ক্যারেটের হীরাও। যার এক-একটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা প্রায়। এছাড়াও বেশ কিছু দামি পাথরও ব্যবহার করা হয়েছে নববধূরূপী কেকটির অঙ্গসজ্জায়।
Advertisement
এসআইএস/পিআর