জাতীয়

অতিরিক্ত ডিআইজি কাহার আকন্দের মেয়াদ বাড়ল

পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। আলোচিত পুলিশ কর্মকর্তা কাহার আকন্দের চুক্তির মেয়াদ বাড়িয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

Advertisement

গত বছরের ১৫ জানুয়ারি এক বছরের চুক্তিতে পুলিশের অতিরিক্ত ডিআইজি নিয়োগ পান কাহার আকন্দ। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) হিসেবে চুক্তিতে নিয়োজিত ছিলেন।

কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বেও রয়েছেন কাহার আকন্দ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কাছে ছিনতাইকারীদের হাতে নিহত যুগ্ম-সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যা মামলা, মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে নিহত সার্জেন্ট আহাদ মামলারও তদন্তের দায়িত্ব পালন করেছেন এ কর্মকর্তা।

Advertisement

বিগত চার দলীয় জোট সরকার কাহার আকন্দকে চাকরিচ্যুত করে। আদালতের মাধ্যমে ৭ বছর পর ২০০৯ সালের ২৮ জানুয়ারি তিনি চাকরি ফিরে পান। তবে একদিন পর ২৯ জানুয়ারি তাকে যেতে হয় অবসরে। পরে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে নিযোগ পান তিনি। পরে তার চুক্তির মেয়াদ আরও কয়েক দফা বাড়ানো হয়।

আরএমএম/এমআরএম/জেআইএম