এক নির্ঝরের গান এবার যুক্ত করেছে ঢাকা ও কলকাতার তরুণ শিল্পীদের। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে এপারের ৮ ওপারের ৮ শিরোনামে গান সংকলনের প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে ভালোবাসা দিবসে।
Advertisement
এতে গান গেয়েছে কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা, সৌমদত্তা , মুন, লিমন, পিন্টু ঘোষ, ইমন, জয়িতা, রিয়াদ, মেহেদী ও গৌরব এবং সঙ্গীতায়োজন করেছে সৌরভ চক্রবর্তী, অর্ক সুমন, অনম বিশ্বাস, রোকন ইমন, লাবিক কামাল গৌরব, রেজাউল করিম লিমন, অটমনাল মুন ও রিয়াদ।
নির্ঝর জানালেন, মূলত তরুণ শিল্পীদের গাওয়া ১৬টি গানের এই সংকলন শ্রোতারা শুনতে পারবেন বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিঙ্ক ভাইব, ভারতের টাইমস মিউজিক এবং গানশালার ইউটিউব চ্যানেলে।
নির্ঝর বলেন,‘সংগীত ও অন্যান্য সৃজনশীলদের যুক্ত করতে এক নির্ঝরের গান একটা প্রক্রিয়া হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গানশালার প্রযোজনায় গান পাগলদের সাম্মলিত করার প্রক্রিয়ায় সম্ভাবনাময় সহযোীদের মধ্যে নতুন কিছু করার উৎসাহ তৈরির পাশাপাশি তৈরি করবে একটা প্ল্যাটফর্ম যেখানে নতুন সকল সৃজনশীল সম্ভাবনা মিলিত হবে একসাথে। ’
Advertisement
এমএবি/এলএ/আরআইপি