২০ দলীয় জোটের ডাকা জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জিলা স্কুল মাঠের জনসভায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জনসভা মঞ্চে আসন নেন তিনি।এরআগে দুপুর সোয়া ২টার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনসভা শুরু হয়। সভায় জোটের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, বিএনপি নেতা সিরাজুল হক, কেন্দ্রীয় নেতা ডা. নিলুফার চৌধুরী মনি প্রমুখ।মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ ২০ দলীয় জোটের নেতারা।বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।এদিকে জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন ঘিরে উৎসবের আমেজ লেগেছে জামালপুরে। জেলা শহর ছাড়াও পুরো জামালপুরকেই উৎসবকেন্দ্রের মতো সাজিয়ে নিয়েছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কের মোড়ে মোড়ে ব্যাপক সাজে সজ্জিত তোরণ লাগানো হয়েছে। ব্যানার, ফেস্টুনে ভরে ফেলা হয়েছে শহরের প্রতিটি অলি-গলি।শহরের প্রধান ছয়টি প্রবেশমুখ- রেলগেট মোড়, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়, পাঁচ রাস্তার মোড়, ব্রিজ সংলগ্ন মোড়, বিজিবি ক্যাম্প মোড়সহ প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ সাজানোর পাশাপাশি খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের রঙিন পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে। লাগানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় থাকা নেতাকর্মীদের শুভকামনার ব্যানার-ফেস্টুনও।জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, জনসভাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে।
Advertisement