রশিদ খান ও মুজিবের দুর্দান্ত বোলিংয়ে আবারও সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেল আসগর স্টানিকজাইয়ের নেতৃত্বাধীন দল।
Advertisement
শারজায় টস জিতে ব্যাট করতে নেমে মুজিবের বোলিং তোপে মাত্র ৪৪ রানেি সাজঘরে ফেরে মাসাকাদজা (৯), মিরে (২২) ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টেলর (৯)।
চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা ৭৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে রশিদ খানে বোলিং তাণ্ডবে তা শেষ হয়ে যায়। ৮.৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। ফলে মাত্র ৩৪.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আরভিন সর্বোচ্চ ৩৯ রান করেন। ৩৮ রান আসে সিকান্দারের ব্যাটে। মুজিব নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনার বিদায় নিলেও রহমত শাহ (৫৬) ও নাসির জামালের (৫১) হাফ সেঞ্চুরির উপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
Advertisement
এমআর/এমএস