জাতীয়

কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড দিবস। একইসঙ্গে কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

Advertisement

দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথি হিসেবে উপিস্থত থাকবেন।

অনুষ্ঠানে ষষ্ঠবারের মতো কোস্টগার্ড উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বর্তমান সরকার প্রবর্তিত বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক বিতরণ করবেন।

এবার কোস্টগার্ডের ২২ কর্মকর্তা, ১৬ নাবিক ও ২ অসামরিক কর্মকর্তা-কর্মচারী পদক পাচ্ছেন।

Advertisement

বাংলাদেশ কোস্টগার্ড অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো ৭১০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত।

এমবিআর/এমএস