দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হলো বাংলাদেশের পেস আক্রমণের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানের। টি-২০ ও ওয়ানডের পর এবার টেস্ট অভিষেকেও নিজের ঝলক দেখালেন মুস্তাফিজুর। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার মূলত তিনিই।৩৭ রানে ৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। তার উইকেট শিকারের তালিকায় নাম উঠেছে হাশিম আমলা, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। এমনকি পর পর চার বলে ৩ উইকেট নিয়ে হ্যাট্রিকেরও আশা জাগিয়েছিলেন তিনি।পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক ঘটে মুস্তাফিজুরের। প্রথম ম্যাচেই ২০ রানে নেন ২ উইকেট। তার উইকেট শিকারের তালিকায় নাম ছিলো শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের। টি-২০ ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্সের ফলে পাকিস্তান পর ভারতের বিপক্ষে সিরিজের ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটে মুস্তাফিজুরের।প্রথম ওয়ানডেতে ৫০ রানে ৫ উইকেট নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। ওই ম্যাচে তার শিকার ছিলেন রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন।অভিষেক ম্যাচের পর আরো পাঁচটি ওয়ানডে খেলেছেন মুস্তাফিজুর। পরের ম্যাচগুলোতে নিজের চমক ধরে রেখেছেন তিনি। পরের পাঁচ ওয়ানডেতে তার উইকেট শিকার ১৩টি।টি-২০র অভিষেক ম্যাচে মুস্তাফিজুরের প্রথম শিকার ছিলেন আফ্রিদি, ওয়ানডেতে প্রথম শিকার ছিলেন রোহিত আর টেস্টের অভিষেক ম্যাচে প্রথম শিকার হলেন আমলা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বড় বেশ কিছু রেকর্ডের মালিক এই আফ্রিদি, রোহিত ও আমলা।তাই এসব অনন্য রেকর্ডের মালিকদের নিজের রহস্যময় বোলিংয়ের শিকার বানিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মুস্তাফিজুর, এটা বলার অপেক্ষা রাখে না।বিএ/এমআরআই
Advertisement