অমর একুশে গ্রন্থমেলায় ১৩তম দিনে মঙ্গলবার নতুন বই এসেছে ১৫০টি। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
এতে বলা হয়, বইমেলায় মঙ্গলবার সর্বমোট ১৫০টি নতুন বই এসেছে। নতুন আসা বইয়ের মধ্যে রয়েছে- গল্পের বই ১৬টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ পাঁচটি, কবিতা ৫৭টি, গবেষণা তিনটি, শিশুসাহিত্য তিনটি, জীবনী ছয়টি, মুক্তিযুদ্ধ তিনটি, বিজ্ঞান চারটি, ভ্রমণ দুটি, ইতিহাস তিনটি, রাজনীতির একটি, স্বাস্থ্য একটি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন একটি এবং অন্যান্য বিষয়ে ১৭টি বই।
এমএইচ/এএসএস/জেডএ/পিআর
Advertisement