খেলাধুলা

কুশল পেরেরার বদলে কুশল মেন্ডিস

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেভাগেই দল ঘোষণা করে রেখেছিল শ্রীলঙ্কা। দলে থাকা কুশল পেরেরা সাইড স্ট্রেনের চোটে ছিটকে পড়েন ত্রিদেশীয় সিরিজ চলার সময়, তিনি আর ফিরতে পারছেন না। তাই স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন টেস্ট সিরিজে দুর্দান্ত খেলা কুশল মেন্ডিস।

Advertisement

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার সময় চোটে পড়েছিলেন কুশল পেরেরা। চিকিৎসার জন্য তখনই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। তবে টি-টোয়েন্টি দলে ছিলেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে না আনারই সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ম্যানেজম্যান্ট।

পেরেরার স্থলাভিষিক্ত মেন্ডিস টেস্টে দুর্দান্ত ফর্মে আছেন, তবে টি-টোয়েন্টি তো ভিন্ন ফরমেটের খেলা। এই ফরমেটে আটটি ম্যাচ খেললেও তার সর্বোচ্চ ইনিংসটি ২২ রানের। স্ট্রাইক রেট ১২৩। মেন্ডিস সর্বশেষ শ্রীলঙ্কার পক্ষে এই ফরমেটে খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে।

দুই ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ সিলেটে।

Advertisement

এমএমআর/পিআর