একুশে বইমেলা

বইমেলায় সালেক খোকনের তিন বই

বইমেলায় সালেক খোকনের তিন বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সালেক খোকনের নতুন তিনটি বই। বইগুলো হচ্ছে- ‘১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা’, ‘আদিবাসী বিয়েকথা’, ‘চন্দন পাহাড়ে’।

Advertisement

‘১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা’ প্রকাশ করেছে সময় প্রকাশন। পাওয়া যাচ্ছে ২০ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য ৩৬০ টাকা।

‘আদিবাসী বিয়েকথা’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। পাওয়া যাচ্ছে ০৫ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। মূল্য ২৫০ টাকা।

‘চন্দন পাহাড়ে’ প্রকাশ করেছে ইকরিমিকরি। পাওয়া যাচ্ছে ৫৩১ নম্বর স্টলে। অলংকরণসহ প্রচ্ছদ এঁকেছেন শামীম আহমেদ। মূল্য ২৫০ টাকা।

Advertisement

এসইউ/আরআইপি