আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি শিশুরা নির্যাতনের শিকার

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ৬০ ভাগ ফিলিস্তিনি শিশুই মৌখিক, শারীরিক বা মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে থাকে। ফিলিস্তিনি প্রিসোনার্স ক্লাব (পিপিসি) এই সত্য উদঘাটন করেছে। খবর মিডল ইস্ট মনিটর।

Advertisement

এক বিবৃতিতে, পিপিসি জানিয়েছে, দোষ স্বীকার করতে ফিলিস্তিনি শিশুদের ঘুমাতে দেয়া হয় না, মারধর করা হয় এবং তাদের ভয় দেখানো হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশুদের দীর্ঘ সময় খাবার এবং পানি না দিয়ে রাখা হয়। তাদের অনেক সময় গালিগালাজ ও অপমান করা হয়। তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়। ইসরায়েলি কারাগারে আটক থাকা তিন ফিলিস্তিনি শিশুর কাছ থেকে পাওয়া তথ্য ওই রিপোর্টে অন্তর্ভূক্ত করা হয়েছে।

মুস্তাফা আল বাদান (১৭), ফয়সাল আল সায়ের (১৬) এবং আহমেদ আল সালালদেহ (১৫) নামের তিন ফিলিস্তিনি শিশু পিপিসিকে জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করার সময় নির্যাতন করা হয়েছে। ইসরায়েলি কারাগারে সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে। এদের মধ্যে ৫৭ নারী ও কিশোরী এবং সাড়ে তিনশো শিশু।

Advertisement

টিটিএন/এমএস