লাইফস্টাইল

রূপচর্চায় লেবুর কিছু ব্যবহার

শুধু সুগন্ধি ফল হিসেবেই নয়, ত্বকের যত্নেও লেবুর রয়েছে সমান কদর। ত্বক পরিষ্কার রাখতে লেবুর বিকল্প নেই। ব্রণ কমাতেও লেবুর রসের গুরুত্ব অনেক। এছাড়া চুলের সতেজতা বাড়াতেও রয়েছে লেবুর ভূমিকা। চলুন জেনে নেই রূপচর্চায় লেবুর কিছু ব্যবহার-

Advertisement

আরও পড়ুন : ঘুমের আগে রূপচর্চা

ত্বক পরিস্কার করতে :লেবুর রসের সাথে মধু/ কাচা দুধ/ কাচা হলুদ বাটা/ মিশিয়ে নিয়মিত মুখে দিলে ত্বক পরিষ্কার থাকে। ত্বকের তেলতেলে ভাব দূর হয় মুখ উজ্জ্বল করে।

ব্রণ থেকে মুক্ত পেতে :লেবুর রসের সাথে হালকা মধু মিশিয়ে তুলা দিয়ে ব্রণের উপর প্রলেপ দিয়ে রাখুন এতে করে রণের জীবাণু ধংস হয়ে ব্রণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে।

Advertisement

আরও পড়ুন : প্রতিদিনের রূপচর্চা

চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে :লেবুর রসের সাথে ডিমের সাদা অংশ দিয়ে পেস্ট তৈরি করে নিয়মিত চুলে দিলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল ঝলমলে ও উজ্জ্বল কালো হয়।

এইচএন/আরআইপি

 

Advertisement