শান্তিপূর্ণ পরিবেশে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চারজন আওয়ামী লীগ নেতা এবং একজন বিএনপির নেতা।প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী (ঘোড়া), বিএনপি সমর্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বিশ্বাস (মোটরসাইকেল), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু (আনারস), জেলা যুবলীগের অহ্বায়ক এনামুল হক হিরক (দোয়াত কলম) ও মো. জাহাঙ্গির হোসেন (হেলিকপ্টার প্রতীক)।সদর উপজেলায় মোট ভোটার দুই লাখ ৫৭ হাজার ৯৯৯ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ২৮ হাজার ২৩১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার, ৭৬৮ জন।উল্লেখ্য, গত ২২ এপ্রিল (বুধবার) মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন (৭০) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। আরাফাত হোসেন/এআরএ/পিআর
Advertisement