কুমিল্লার দেবিদ্বারে ফরিদ উদ্দিন (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদ উদ্দিন দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট গ্রামের আলী আহাম্মদের ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈষেরকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ফরিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। প্রসঙ্গত, মো. ফরিদ আহাম্মদের বিরুদ্ধে দেবিদ্বার থানার মামলা নং-১১(১১) ২০০৯, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৩ (ক) মূলে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওই সময়ে তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছিল।কামাল উদ্দিন/এআরএ/পিআর
Advertisement