লাইফস্টাইল

ঝলমলে সুন্দর চুলের জন্য

ঝলমলে চুলের আকাঙ্ক্ষা থাকে সবারই। তবু নানা কারণে চুল মলিন হয়ে পড়তে পারে। চুলের উজ্জ্বলতা ফেরাতে বেছে নিতে পারেন কিছু প্রাকৃতিক উপায়। চলুন জেনে নেয়া যাক-

Advertisement

ডিম : ডিমের সাদা অংশের সাথে লেবু মিশিয়ে চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

নারকেল তেল : প্রাকৃতিক ভাবে চুল স্ট্রেইট এবং ঝলমলে করতে নারবেল তেলের জুড়ি নেই। সপ্তাহে অন্তত ১ দিন নারকেল তেলের সাথে লেবু মিশিয়ে চুলে রাগান । ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পাকা কলা : পাকা কলা চটকে নারকেল তেলের সাঘে মিিিশয়ে ব্যবহার করলে চুলের উজ্জলতা বৃদ্ধিপায়

Advertisement

এলোভেরা : এলোভেরার রসের সাথে নারকেল তেল ও লেবু মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন আশা করি।

এইচএন/এমএস