ইরান ও বিশ্ব ছয় পরাশক্তির মধ্যে পরমাণু চুক্তি হওয়ায় তেহরানের বিরুদ্ধে ইসরাইলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু চুক্তির রূপরেখা তুলে ধরতে তিনি সংসদে বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।সংসদে জারিফ বলেন, দীর্ঘ আলোচনা ও পরমাণু চুক্তির মধ্যদিয়ে এ কথা প্রতিষ্ঠিত হয়েছে যে, ইরানের সঙ্গে ইসরাইলকে আলোচনা করতে হবে কিন্তু ধোঁকা দেয়া যাবে না। তেহরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু স্থাপনা, গবেষণা ও উন্নয়ন বন্ধ করবে না বলে জানান জারিফ।এসআইএস/এমআরআই
Advertisement