বিনোদন

তাহসান-তিশাকে নিয়ে ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’

আরটিভির ভালোবাসা দিবসের ক্যামপেইন ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম এর নাটকে অভিনয় করেছেন তাহসান ও তিশা। নাটকটির নাম ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’। নাটকটির গল্প নেয়া হয়েছে দর্শকের কাছ থেকে। এবারের মূল গল্পটি পঠিয়েছেন ঢাকা থেকে জান্নাতি ঈমামানূর। গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা সাগর জাহান।

Advertisement

নাটকটি নিয়ে নির্মাতা সাগর জাহান বলেন, ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকের শ্যুটিং শেষ করলাম। ভালোবাসার গল্পটি একটি ফ্রিজকে কেন্দ্র করে। ফ্রিজের মত একটা জড় পদার্থ স্বামী-স্ত্রী মধ্যেকার সূক্ষ আবেগ গুলোকে কতটা গভীর করে তুলতে পারে নাটকটি না দেখলে কাউকে বুঝানো যাবে না। দারুন একটি ভালোবাসার গল্প।’

নির্মাতা জানান, গল্পের শুরুতে দেখা যাবে কলোনীর একটি ছোট্ট বাসায় নীল আর গ্রহের বসবাস। তাদের বাসার পুরাতন ফ্রিজটা নষ্ট হয়ে গেলে বিপত্তি ঘটে। এই ফ্রিজকে কেন্দ্র করে এগিয়ে চলে অনন্য এক ভালোবাসার গল্প।

‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ভালোবাসা দিবসে রাত পৌনে ৯ টায়। এমএবি/এলএ/আরআইপি

Advertisement