জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনসহ যে সকল আবেদন করা হবে তার আইনি মোকাবেলা করবে মামলাটির বাদী পক্ষ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
রোববার দুপুরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জাগো নিউজকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা খালেদার জামিন শুনানিতে কন্টেস্ট করবো।’
এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।
খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের সার্টিফায়েড কপি পেলেই তারা হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনসহ সাজা বাতিলের জন্য আবেদন করবেন।
Advertisement
এফএইচ/এমবিআর/এমএস