জাতীয়

বাড্ডার অগ্নিকাণ্ডে আশ্রয়হীন কয়েকশ` মানুষ

রাজধানীর মধ্য বাড্ডার সোমবারের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি টিনশেড বাড়ি। আগুনে নিঃস্ব হয়েছেন এসব বাড়িতে বসবাস করা অধিকাংশ মানুষ। আর এসব মানুষের ভাগ্যে এখন শুধুই অনিশ্চয়তা। গতকালের ভয়াবহ আগুনের পর তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। আর তাই মাথা গোঁজার ঠাঁই হারানো এসব মানুষের রাত কেটেছে খোলা আকাশের নিচে অর্ধাহারে-অনাহারে। রিকশাচালক খায়রুল। গ্রামের বাড়ি গাইবান্ধা। দুই ছেলে, এক মেয়ে আর স্ত্রী নিয়ে সংসার তার। স্ত্রী সন্তানরা গ্রামের বাড়িতে গেছে ঈদ করতে, যাননি খায়রুল। ঈদের সময়টাতে রিকশা চালিয়ে কিছু টাকা আয় হবে। অন্যদিকে বাড়ি যেতে গাড়ি ভাড়ার টাকাটা সাশ্রয় হবে এই আশা ছিল তার। তবে সাশ্রয় যেন আর থাকেনি।আগুনের লেলিহান শিখায় সব পুড়ে গেছে এই মানুষটির। একইভাবে পুড়ে ছাই হয়েছে আমিরের সংসারের সব। খায়রুল জানান, তিনি তার পরিবারকে ঈদের আগের দিন বাড়িতে পাঠিয়েছেন। শুধু নিজে ঢাকায় থেকে গেছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি রিকশা নিয়ে বের হন। কিন্তু দুপুরে সব শেষ হয়ে গেল তার।একই অবস্থা এখন কয়েকশ` পরিবারের। সোমবার রাতের বৃষ্টি মাথায় নিয়ে হতভাগ্য মানুষগুলোর রাত কাটে খোলা আকাশের নিচে। মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, অনেকেই পুড়ে যাওয়া মালামালগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। তাদের দাবি, এখন পর্যন্ত কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। ভুক্তভোগীরা জানান, সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো প্রকার সাহায্য পাইনি আমরা। স্থানীয়রা বলছেন, পরিবেশ ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে দেরি হয়। আর এতই ভয়াবহ রূপ নেয়।বিএ/এমআরআই

Advertisement