আন্তর্জাতিক

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বর্তমান বিরোধী দলীয় নেতা মাহাথির মোহাম্মদ। শনিবার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে মাহাথির মোহাম্মদের বুকের সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ার পর বুকের সংক্রমণে ভুগছেন ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

‘চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য চিকিৎসক মাহাথিরকে কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হবে। এসময় শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হাসপাতালে তার সঙ্গে দেখা করার অনুমতি পাবেন।’

এদিকে, মাহাথিরের মেয়ে মেরিনা মাহাথির টুইটারে এক বার্তায় বলেছেন, শনিবার তার বাবাকে দেখতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে গেছেন তিনি। বাবার কাঁধে মাথা রেখে হাসিমুখে তোলা একটি ছবি টুইটারে জুড়ে দিয়েছেন মেরিনা।

Advertisement

‘আজ সকালে বাবাকে দেখতে গিয়েছিলাম। তিনি ভালো আছেন, এখন তার বিশ্রাম দরকার। তিনি শিগগিরই ফিরে বাকি কাজ শুরু করবেন।’

সূত্র : দ্য স্ট্রেইট টাইমস।

এসআইএস/জেআইএম

Advertisement