ঈদে ঢাকা ফেরা মানুষের যাতায়াতের সুবিধার্থে বন্ধের দিন চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বিশেষ বিবেচনায় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে এ দুটি ট্রেনের সাপ্তাহিক ছুটি। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আবু সাঈদ আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার (২৪ জুলাই) বন্ধের দিন চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও শনিবার (২৫ জুলাই) রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন দুটি প্রতিদিনের মতো চলাচল করবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে ঢাকায় আসতে পারেন সেই জন্য বিশেষভাবে চালু রাখা হবে।আবু সাঈদ বলেন, ঈদে ঢাকা ফেরত ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় হয়নি। তাই ঈদের আনন্দ শেষে মানুষ ট্রেনযোগে যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা এসে পৌঁছাচ্ছেন। এবার যাত্রীদেরও তেমন কোনো অভিযোগ নেই।আর যাত্রীদের সুবিধার্থে সব ট্রেনে অতিরিক্ত বগি লাগানো হয়েছে বলে তিনি জানান।এসআই/বিএ/এমআরআই
Advertisement