অর্থনীতি

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোড

শেষ সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থান দখল করেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

Advertisement

আর দাম কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী ছিল না। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার বড় অঙ্কের লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে লেনদেন হযেছে ৮ কোটি ৩৫ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৮ দশমিক ৩৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারে দাম কমেছে ৫ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ার দাম দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫০ পয়সায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৪৯ টাকা ৩০ পয়সা।

ডিএসই’র তথ্য অনুযায়ী, এই কোম্পানিটির মোট শেয়ারের ৪১ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩০ দশমিক ৫৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ৭৩ শতাংশ শেয়ার।

Advertisement

এদিকে শেষ সপ্তাহে ওয়াইম্যাক্স ইলেকট্রোডের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল জিবিবি পাওয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৮ দশমিক ১৮ শতাংশ। এর পরেই রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৭ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের ১৬ দশমিক ৫৮ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ৭৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ১৫ দশমিক ৬১ শতাংশ, ইয়াকিন পলিমার ১৪ দশমিক ৯৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৪ দশমিক ৯৩ শতাংশ, প্যাসেফিক ডেনিমস’র ১৪ দশমিক ৭৪ শতাংশ এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১৪ দশমিক ৭৩ শতাংশ দাম কমেছে।

এমএএস/ওআর/আরআইপি

Advertisement