যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানে তালেবানের এক কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে জোড়া মিসাইল দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান কমান্ডারসহ আরও বেশ কয়েকজন জঙ্গিও ওই হামলায় নিহত হয়েছে। খবর রয়টার্স।
Advertisement
পাকিস্তানের চার গোয়েন্দা কর্মকর্তা এবং তালেবানের তিন কমান্ডার শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, বুধবার যুক্তরাষ্ট্রের দু'টি পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় ওই যোদ্ধারা নিহত হয়েছেন।
একটি ক্ষেপণাস্ত্র হামলায় তালেবানের কমান্ডার আলিয়াস সাজনা এবং আরও তিন যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তানি তালেবানের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন আলিয়াস সাজনা। আফগান তালেবানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উত্তরাঞ্চলীয় গুরওয়েক শহরের একটি ভবনে আঘাত হানে। এতে সাত সন্ত্রাসী এবং তালেবানের তিন কমান্ডার নিহত হয়।
Advertisement
টিটিএন/এমএস