জাতীয়

বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে ৫ শিশু দগ্ধ

রাজধানীর বংশাল থানাধীন আলুবাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে পাঁচ শিশু দগ্ধ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

দগ্ধরা সবাই স্থানীয় মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শিশুরা হচ্ছে আশিক (৭), মোস্তাকিম (৮), আব্দুর রহমান (৮), জাভেদ (৭) ও সালমান (৭)। এছাড়া সাজ্জাদ নামে অপর এক শিশু পড়ে গিয়ে আহত হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়েছেন।

Advertisement

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, শিশুদের মুখসহ তাদের শরীরের পাঁচ থেকে ১২ শতাংশ পুড়ে গেছে।

মাদরাসার শিক্ষক নজরুল ইসলামের বরাত দিয়ে ঢামেক পুলিশক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসার পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফুলকির আগুন শিশুদের গায়ে পড়ে যায়। এতে পাঁচ শিশু দগ্ধ হয়। ওই শিক্ষক দ্রুত শিশুদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

জেইউ/বিএ/এমএস

Advertisement