খেলাধুলা

বাংলাদেশ টার্নিং উইকেট দেয়ায় অবাক শ্রীলঙ্কা

টার্নিং উইকেট, উপমহাদেশের দলগুলোর প্রতিপক্ষ বধের প্রধান পরিকল্পনা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত দলগুলো এমন উইকেটে এসে খাবি খায়। টেস্ট জেতাটাও তাই সহজ হয়ে যায়। তবে শ্রীলঙ্কার মতো উপমহাদেশেরই এক দলের বিপক্ষে বাংলাদেশ দলের পরিকল্পনা দেখে অবাক দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান রোশান সিলভা।

Advertisement

এমন টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত শ্রীলঙ্কা। তাদের ব্যাটসম্যানরা এসব উইকেটে রান করেই জাতীয় দলে সুযোগ পান। বাংলাদেশ সফরে তাই টার্নিং উইকেট দেখে ভড়কে যাননি তারা। বরং টাইগারদের পরিকল্পনা দেখেই বিস্মিত সফরকারি দল।

ঢাকা টেস্টে টার্নিং উইকেট বানিয়ে যেন নিজের জন্যই গর্ত খুঁড়েছে বাংলাদেশ। এমন উইকেটে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তবু ২২২ রান তুলতে পেরেছে, টাইগাররা আটকে গেছে ১১০ রানেই।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসা রোশান সিলভাও বিস্ময় প্রকাশ করলেন বাংলাদেশ দলের এমন পরিকল্পনায়। তিনি বলেন, 'আমরা ঘরের মাঠে এই ধরণের উইকেটে খেলি। এখানেও আমরা শুধু স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি। আমি এটাকে ভালো উইকেট বলব না, তবে মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম, এটা টার্ন করবে।'

Advertisement

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া সাফল্যের মন্ত্রে লঙ্কানদেরও বধ করা সম্ভব, স্বাগতিক দলের এমন ভাবনাতেই অবাক রোশান। তিনি বলেন, 'আমি ভাবিনি, এটা হবে। আমি ভেবেছিলাম ভালো ব্যাটিং উইকেট হবে। উপমহাদেশে যখন আমরা অস্ট্রেলিয়া কিংবা অন্য দলের বিপক্ষে খেলি, তখন এই উইকেট দেই। শ্রীলঙ্কা দলে তো ভালো স্পিন আক্রমণ আছে। আমি বুঝলাম না, তারা কেন এমন উইকেট দিলো।'

এমএমআর/আইআই