খেলাধুলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে দোলেশ্বরের জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) দুর্দান্ত এক ম্যাচ উপহার দিলো ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। লো স্কোরিং এক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মধ্যে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর খেলাঘরকে ১ উইকেটে হারিয়েছে দোলেশ্বর।

Advertisement

পুরো ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৯৯ রান তুলেছিল খেলাঘর। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন নাজিমউদ্দিন। শেষদিকে মঈনুল ইসলামের ৩১ বলে ৩২ রানের দুইশর কাছাকাছি পৌঁছায় দলটি।

১০ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রানে ৪টি উইকেট নেন মিডিয়াম পেসার ফরহাদ রেজা। একটি করে উইকেট আরাফাত সানী সিনিয়র আর জুনিয়রের।

জবাব দিতে নেমে ১৯৭ রানে ৯ উইকেট হারিয়ে তীরে এসে তরী ডোবার অবস্থা হয় দোলেশ্বরের। শেষ তিন বলে দরকার ছিল ৩ রান, হাতে ১ উইকেট। ইনিংসের শেষ বলে এসে শ্বাসরুদ্ধকর জয় পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ফরহাদ হোসেন।

Advertisement

দিনের আরেক ম্যাচে সাভার বিকেএসপির চার নাম্বার মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২০ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৯ রান তুলেছিল গাজী গ্রুপ। জবাবে ২৫৯ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর।

সাভারের আরেক মাঠে (তিন নাম্বার মাঠ) মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড নৈপুন্যে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৬ রানে হারায় আবাহনী লিমিটেড।

এমএমআর/আইআই

Advertisement