ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনী লিমিটেডকে দারুণ এক জয় এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার দলের ওয়ানডে অধিনায়ক আজ সাভারের বিকেএসপির তিন নাম্বার মাঠে ব্যাটে-বলে দুই বিভাগেই ঝড় তুলেছেন। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সকে ভর করেই কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৬ রানে হারিয়েছে আবাহনী।
Advertisement
টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিল কলাবাগান। ইনিংসের এক বল বাকি থাকতে আবাহনীকে ২১৭ রানে গুটিয়েও দিয়েছিল তারা। দলের এই ছোট সংগ্রহেও বড় অবদান রাখেন মাশরাফি। আট নাম্বারে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৬৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যে ইনিংসে ৩টি চারের পাশে ছিল ৫টি ছক্কা!
আবাহনীর পক্ষে নাজমুল হাসান শান্ত করেন ৫৫ রান। ৪০ রান করেন শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত।
জবাব দিতে নেমে কলাবাগান আবারও পড়ে মাশরাফির তোপে। এবার বল হাতে আগুন ঝরান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মাশরাফির গতিঝড়ে কাবু হয়ে কলাবাগানের কোনো ব্যাটসম্যান ফিফটিও করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মুক্তার আলী। মোহাম্মদ আশরাফুল করেন ২৫ রান।
Advertisement
৯.১ ওভার বল করে ৪৯ রানে ৪টি উইকেট নেন মাশরাফি। দারুণ বোলিং করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩০ রানে ৩টি উইকেট নেন তিনি।
এমএমআর/পিআর