আন্তর্জাতিক

রেলপথে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল তরুণীর

থাইল্যান্ডে বন্ধুর সঙ্গে রেলপথে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জীবন হারিয়েছেন এক তরুণী।

Advertisement

২৪ বছর বয়সী ওই তরুণীর এক বন্ধু জানিয়েছেন ছবি তোলার আগে তারা মদ খেয়েছিলেন এবং ঠিক করেছিলেন রেলপথ দাঁড়িয়ে তারা একটি ছবি তুলবেন যেখানে একটি ট্রেনও দেখা যাবে। কিন্তু তারা অন্য ট্র্যাকে আসা ট্রেনটিকে দেখতে পাননি।

ট্রেনের ধাক্কায় এক পা কাটা যাওয়ার পর ওই তরুণীকে প্রথমে একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় পরে ওই তরুণীয় মৃত্যু হয়। ওই ঘটনায় তার ছেলে বন্ধু আহত হলেও প্রাণে বেঁচেছেন।

বিপজ্জনক স্থানে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে ব্যাংককের সামসিন স্টেশনে এই ঘটনা ঘটে বলে এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার প্রবণতা দ্রুত বাড়ছে। বিশেষ করে ভারতে তা দ্রুত বাড়ছে।

জানুয়ারিতে একইভাবে রেলপথে দাঁড়িয়ে নিজের ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন ভারতের হায়দরাবাদের এক যুবক। তার আগে কর্ণাটক ও দিল্লিতেও ঘটেছে একই ধরনের ঘটনা।

সূত্র : বিবিসি।

Advertisement

এনএফ/আইআই