ক্যাম্পাস

ক্যাম্পাস নেটওয়ার্কের আওতায় বেরোবি

ক্যাম্পাস নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ক্যাম্পাস। এ নেটওয়ার্ক স্থাপনের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস ওয়াইফাই এবং ক্যাবল উভয় মাধ্যমেই নেটওয়ার্কের আওতায় আসবে।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনের ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন কাজের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ক্যাম্পাস নেটওয়ার্কিং স্থাপনের মধ্য দিয়ে বেরোবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আরেক ধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাধাসমূহ দূরীকরণসহ বিভিন্ন সুবিধা সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্সের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

Advertisement

সজীব হোসাইন/এএম/জেআইএম