অর্থনীতি

২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বিএসআরএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল  খাতের কোম্পানি স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। মঙ্গলবার  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বিএসআরএম গ্রুপের পাওয়ার প্রজেক্টের মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য এ বন্ড ইস্যু করবে কোম্পানিটি। এ জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৫ আগস্ট ( মঙ্গলবার)বিকেল ৪টায় চট্টগ্রামের সরনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই (বুধবার)।উল্লেখ্য, জিরো কুপন বন্ডে কোনো সুদ দেওয়া হয় না। অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে এ ধরনের বন্ড ইস্যু করা হয়। কিন্তু মেয়াদ শেষে বন্ডের মালিক অভিহিত মূল্যের সমপরিমাণ অর্থ পেয়ে থাকেন।এসআই/এসআইএস/এমএস

Advertisement